‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীরবদীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকালে শ্রীরবদী উপজেলা উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় । পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
পরে উপজেলা সম্মেলন কক্ষ শেষ করেন ইফতেখার ইউনুস সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি ছিলেন শেরপুর ৩ আসনে শ্রীরবদী ঝিনাইগাতী মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একে,এম ফজলুল হক মহোদয় , বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান এডি,এম শহিদুল ইসলাম শ্রীরবদী উপজেলা পরিষদ, আরো উপস্থিত ছিলেন শ্রীরবদী থানা ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী , থানা পুলিশ পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম, ছালাহ্উদ্দিন ছালে সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীরবদী উপজেলা শাখা পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালে, শেরপুর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির , উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ , উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আব্দুল্লাহ রানা, যুবলীগ নেতা ও সাংবাদিক শাহীদুল ইসলাম কালু, শ্রমিলীগের সভাপতি সুন্দর আলী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদ সুজন রেজা , ভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তা কর্মচারী বিন্দু উপস্থিত ছিলেন ।
শেখ রাসেল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন ।