শ্রীবরদীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, ওসি (তদন্ত) বন্দে আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক জিয়াউল হক জেনারেল, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে আগামী ২১ ফেব্রুয়ারী শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলী দিতে সংগঠন পর্যায়ে ০৫ জন ও ব্যাক্তি পর্যায়ে ০২ জন উপস্থিত থাকতে পারবেন।
- ডঃ এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকীর আলোচনা সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হক
- জামালপুরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে