• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
🌏 শেরপুর জেলার প্রতিমুহূর্তের খবর পেতে ভিজিট করুন www.sherpurtoday.com ও www.facebook.com/sherpurtoday শেরপুর টুডে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/sherpurtoday 🌏 আপনার কোম্পানি/পণ্যের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন : ০১৯১৪-৮৫৪৪৩৯ 🌏

শেরপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত

শেরপুর টুডে ডেস্ক | শেরপুরটুডে.কম
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার : ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’-এমন শ্লোগানে শেরপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ নবেম্বর বুধবার সকালে এ বিজ্ঞান ও উদ্ভাবনী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ-এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভেক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক জুবায়ের ছাঈদ, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক জীবন কৃষ্ণ বসু, মনোরঞ্জন সেন, পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন আলী আকন্দ প্রমূখ। আলোচনা শেষে অতিথিরা স্কুল মাঠে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রকল্পের ২৫টি স্টল পরিদর্শন করেন। এছাড়াও অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিষয়ক বিতর্ক, ক্যুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ