স্টাফ রিপোর্টার : শেরপুরে নানা আয়োজনে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে শহরের খরমপুরস্থ যোনাল অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করেন যোনাল ম্যানেজার মো: এমদাদুল হক।এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মনোয়ারা বেগম, অডিট অফিসার আনোয়ারুল হক,প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান, এরিয়া ম্যানেজার মুকুল হোসেন,প্রোগ্রাম অফিসার আলাউদ্দিন আল মামুন সহ শেরপুর এরিয়ার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে শেরপুর এরিয়ার সকল সহকর্মীদের অংশ গ্রহনে বিজয় র্যালী নিয়ে শেরপুর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে গ্রামীণ ব্যাংকের যোনাল অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধের সকল শহীদের বিদেহী আত্তার মাগফেরাত কামনায় আলোচনা ও বিশেষ মোনাজাত করা হয়।