“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত হবে এসপিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
৩ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও স্থানীয় এনজিও আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালিটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। পরে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের তুলসীমালা ল্যাব এন্ড কম্পিউটার সেন্টারে শেরপুর জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক এ,টি,এম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রৌশন রাকা শম্পা, জেলা সমাজসেবা কার্যালয় সহকারি পরিচালক ইলিয়াছ মল্লিক, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসেনে আরা প্রমুখ।
বক্তব্য শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইপ চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শেরপুর জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা, বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরাসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।