শেরপুরে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও’র দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: শেরপুরে এমপিও ভুক্তির দাবীতে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাবাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন তারা।
বক্তারা বলেন, শিক্ষকদের বর্তমান বাজারে পরিবারের ভরণপোষণ ও দিনাতিপাত করা একেবারেই অসম্ভব। শিক্ষকদের যে ন্যূনতম বেতন দেওয়া হতো সেটাও বর্তমানে করোনা মহামারিতে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। এ সকল শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্বারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে এমপিও বঞ্চিত জেলার বিভিন্ন কলেজের ৩৫জন শিক্ষক উপস্থিত ছিলেন।
- শ্রীবরদীতে নৌকার সমর্থনে কৃষকলীগের পথসভা
- শ্রীবরদীতে পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি ও আ’লীগের মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি সংববাদ সম্মেলন