ভূরুঙ্গামারীতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মোঃ মনিরুজ্জামান,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন পোহাতে গিয়ে সত্তুর বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মৃত ওই বৃদ্ধার নাম সালেহা বেগম (৬৫) ।উপজেলার পাথরডুবি ইউনিয়নের তালুকমশাল ডাঙ্গা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সালেহা বেগম একই গ্রামের মৃত আব্দুল মিয়ার স্ত্রী।
জানাযায়, গত রোবাবার রাতে প্রচন্ড শীত নিবারণের জন্য খড়-কুটো জ্বালিয়ে আগুন পোহাতে যান বৃদ্ধা সালেহা বেগম। আগুন পোহানোর এক পর্যায় তার শাড়ীতে আগুন লেগে যায়। সালেহা বেগমের আত্ম চিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও মারাত্মক দগ্ধ হন সালেহা বেগম। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনার প্রস্তুতি গ্রহনের সময় আজ (সোমবার) সকালে নিজ বাড়ীতে মারা যান।
পাথরডুবী ইউনিয়নের ভার প্রাপ্ত চেয়ারম্যান আরফান আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- এক পরিবারের পাঁচ জনই প্রতিবন্ধীঃ ৫হাজার টাকায় এক জন পেলেও ৪ জনের ভাগ্যে জুটেনি প্রতিবন্ধী ভাতা’র কার্ড
- সু চিকে মুক্তি না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র