শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ১৪ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্থানীয় সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন।
যোগদানকারীরা হলেন- স্থানীয় ইউপি সদস্য শাহা আলী, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সুরুজ্জামান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, ১নং ওয়ার্ড কমিটির সদস্য মুক্তার আলী, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, শহীদ মিয়া, শওকত আলী, সোহেল, লালচাঁন, খন্দকার আরিফ এজাজ, আল আমীন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম এমপি ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন।
ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা ১৪ জন হয়তো ভালোবেসে নয়তো ভয়ে যোগদান করেছেন। তবে, আমার মনে হয় তারা ভয়েই যোগদান করেছেন। কারণ, ফের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, এজন্য তারা ভাবতে পারে যে পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, তাই হয়তো যোগদান করেছেন।’
ইউপি সদস্য শাহা আলী বলেন, আমরা ভয়ে নয়, বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে আওয়ামীলীগে যোগদান করেছি। আমরা জালাও পোড়াও রাজনীতি আর পছন্দ করিনা।