শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে পৌরশহরের সেঁজুতি অঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, সাইদুল ইসলাম ও অরুপ দেবনাথ প্রমুখ। এছাড়া ওই শোভাযাত্রায় সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে দুই দিন দুই রাত সরাসরি সম্মুখ যুদ্ধ করে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে নালিতাবাড়ী উপজেলাকে দখল মুক্ত করেন।