নকলা প্রতিনিধি: শেরপুরের নকলায় ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের উপর ইসরাইলের বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ অক্টোবর সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতা এসবের আয়োজন করে।
নকলা পৌরশহরের ধানহাটি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তমঞ্চে এসে জমায়েত হয়ে উলামা ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি মাওলানা শামছুল হুদা জিহাদি এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্লাহ তারা আলম এর
সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আঃ জলিল কাসেমী ও মাওলানা আজিজুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ আজাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালিওল্যাহ, অর্থ সম্পাদক হাফেজ ছায়েদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইলী সকল পণ্য বন্ধের আহ্বান জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগ এবং উলামা ঐক্য পরিষদের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।
সবশেষে মুফতি এমদাদুল হক ফিলিস্তিন মুসলমানসহ সারা বিশ্বের মুসলিমদের কল্যাণ ও মঙ্গলকামনায় দোয়া পরিচালনা করেন।