শেরপুরের নালিতাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহতদের হাসপাতালে দেখতে গিয়েছেন উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ। সোমবার রাতে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি।
হাসপাতাল ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত সোমবার শেরপুরের সদর ও নালিতাবাড়ী উপজেলার পাঁচ গ্রামের প্রায় অর্ধশত মানুষকে এক পাগলা কুকুরের কামড়ে আহত হন। আহতদের মধ্যে অনেকেই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসময় চেয়ারম্যান আব্দুল মজিদ চিকিৎসাধীনদের চিকিৎসার খোঁজ খবর নেন। চিকিৎসার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন। তিনি আহতদের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত সোমবার সকালে শেরপুর সদরের গাজীরখামার ও নালিতাবাড়ী উপজেলার কলসপাড় এলাকায় এক পাগলা কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। একপর্যায়ে কুকুরটি যাদের সামনে পায় তাদের কামড়ানো শুরু করে। এরপর এলাকাবাসী ধাওয়া করলে কুকুরটি পালিয়ে যায়। সেখানে গিয়ে বয়স্ক নারী, পুরুষ ও শিশুসহ অন্তত অর্ধশত মানুষকে কামড়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।