নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় শেরপুরের নকলা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম গোলাম মোস্তফা প্রমুখ।