শেরপুরে “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই শ্লোগান কে সামনে রেখে এক দল যুবক সেচ্ছাশ্রমে কৃষদের ধান কেটে দিবেন
কৃষক বাঁচাও দেশ বাঁচাও শ্লোগান কে সামনে রেখে আগামী ১৭ই মে রোজ শুক্রবার শেরপুর জেলার কৃতিসন্তান প্রেসিডেন্ট স্কাউট ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন মারুফ এক ব্যাতিক্রমী কর্মসূচি ঘোষনা করেছে। সকাল ৭ ঘটিকা হতে সর্বস্তরের যুব সমাজকে সঙ্গে নিয়ে সেচ্ছাশ্রমে কৃষদের ধান কেটে দিবেন বলে জানা যায় তার ফেসবুক স্ট্যাটাস থেকে।
ধান কাটা কর্মসূচি শুরু করবেন শেরপুর সদর উপজেলার মুন্সির চর গ্রাম থেকে। সকাল ৭ টার মধ্যে মুন্সিরচর বাজারে সেচ্ছাশ্রমে ধান কাটায় আগ্রহী সকলের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন হোসাইন মারুফ। হোসাইন মারুফের ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ জরুরী বার্তা৷৷৷৷৷৷৷।।।।
কৃষক বাঁচাও দেশ বাঁচাও
ধানের দাম কম।কৃষক ধান কাটার শ্রমিক পাচ্ছে না পেলেও চড়া মুল্য। আগামী শুক্রবার ১৭ই মে আমার ছুটি সেদিনটা আমার প্রিয় গ্রামে সময় দিবো। হোসাইন মারুফ ক্রীড়াচক্র ও সেচ্ছা শ্রমে ইচ্ছুক আমার সকল শুভানুধ্যায়ী দেশ প্রেমীক যুব সমাজ কে সঙ্গে নিয়ে, বিনা পারিশ্রমিকে গ্রামের কৃষকদের ধান কেটে দেবো। আগ্রহী সকল কে 01711053100 নাম্বারে যোগাযোগ করার আহবান জানাই অথবা ইনবক্স বা কমেন্টে জানালে কৃতজ্ঞ থাকিবো।