শ্রীবরদীতে মেয়র পদে আওয়ামীলীগের টিকিট পেলেন লাল
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের টিকিট পেয়েছেন মোহাম্মদ আলী লাল। তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য। ছাত্র জীবন থেকেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। জানাগেছে, চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ ৫৬টি পৌরসভায় একক প্রার্থী চুড়ান্ত করেছেন। এসকল প্রার্থী আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বিতা করবেন।
বুধবার (১৩ জানুয়ারী) বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের দীর্ঘ আলোচনায় প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমূখ।
- শেরপুর পৌরসভায় অবশেষে লিটনই পেলেন আ’লীগের মনোনয়ন
- জনগণ যদি উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে তাহলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন: প্রিন্স