শ্রীবরদীতে ঢেউফা নদী থেকে বিজিবি কর্তৃক ড্রেজার মেশিন জব্দ
এজেএম আহছানুজ্জামান, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী ঢেউফা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার রাতে ১টি ড্রেজার মেশিন জব্দ করেছে। বর্ডার গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন রেখে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় বিজিবি’র কর্তৃপক্ষ ওই মেশিনটি জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, মাটিফাটা গ্রামের সিদ্দিক মেম্বার ও কর্ণঝোড়া গ্রামের মাসুদ ঢেউফা নদী থেকে দীর্ঘদিন যাবত রাতের আধারে চুরি করে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে কর্ণঝোড়া সীমান্তফাঁড়ি’র ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১টি ড্রেজার মেশিন জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন। এব্যাপারে কর্ণঝোড়া সীমান্তফঁাঁড়ির ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে বালু উত্তোলনকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে মেশিনটি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসি।
- জামালপুরের কেন্দুয়ায় যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
- বাংলাদেশী তরুণদের উদ্যোগে ফেসবুকের বিকল্প মিডিয়ার আত্মপ্রকাশ