শ্রীবরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে”-এ স্ললোগানকে ধারন করে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা শরাফত আলী, ভায়াডাঙ্গা প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান শেখ, রজব মায়মুনা এতিমখানার শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। এসময় সমাজসেবা কার্যালয়ের ভাতাভোগী ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
- বহুগুণে গুনানীত সাংবাদিক নেতা মানিকের ৫৪তম জন্মদিন পালিত
- শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯ এর শুভ উদ্বোধন