শেরপুরের শ্রীবরদীতে অটোরিক্সার চাকার নিচে পড়ে এক শিশুর মৃত্যু
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারী চালিত অটোরিক্সার চাকার নিচে পড়ে আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের লংগর পাড়া এলাকায় সজুব সাথী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি আবুয়ার পাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। এ ঘটনায় পুলিশ অটোরিক্সা চালক রুবেল মিয়াকে আটক করেছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশা মনি মায়ের সাথে লংগর পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে রাস্তা পাড়াপাড়ের সময় শেরপুরগামী একটি ব্যাটারী চালিত অটোরিক্সা আশা মনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আশা মনি। পরে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরই এলাকাবাসি অটোরিক্সার চালক খড়িয়া কাজীর চর গ্রামের লাল মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই খোরশেদ আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
- শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মেরাজের প্রার্থীতা প্রত্যাহার
- কিংবদন্তি ল্যারি কিং মার্কিন সাংবাদিক আর নেই