বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বায়ার্নের পোলিশ তারকা লেভানদোস্কি
প্রথমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার তথা ‘ফিফা দ্য বেস্ট’ নির্বাচিত হলেন বায়ার্নের পোলিশ তারকা ফরওয়ার্ড রবার্ট লেভানদোস্কি। এবারের পুরস্কারটি জিততে তিনি পেছনে ফেলেছেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে।
ক’রোনার কারনে চলতি বছরের ব্যালন ডি অর পুরস্কার না দেওয়ার ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়েছিলো ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। যদিও সেই পথে হাটেনি ফিফা। তাদের বর্ষসেরা পুরস্কার তথা দ্য বেস্ট ঠিকই প্রদান করার সিদ্ধান্ত নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেই লক্ষ্যে প্রথমে ১১ জন এবং পরে ৩ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করে ফিফা।
দলীয় এবং ব্যক্তিগত সাফল্যের দিক দিয়ে গত মৌসুমে সবার চেয়ে এগিয়ে ছিলেন বায়ার্নের লেভানদোস্কি। দলীয় অর্জনের পাশাপাশি জিতেছিলেন ব্যক্তিগত আরও কয়েকটি পুরস্কার।
এবার তার ঝুলিতে আরও যুক্ত হলো ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’। এবারের পুরস্কারটি জিততে তিনি পেছনে ফেলেছেন স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং জুভেন্টাসের ইতালিয়ান সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে।
গত মৌসুমের সম্ভাব্য দলীয় প্রায় সকল ট্রফিই জিতেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের এই সাফল্যগাথায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লেভানদোস্কি।
অপরদিকে ব্যক্তিগত নৈপুণ্যে দারুন উজ্জ্বল ছিলেন বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় যায়গা করে নেয়া অন্য দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোও।
- টিভিতে আজকের খেলা; ১৮ ডিসেম্বর ২০২০ (শুক্রবার)
- পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১