ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে
আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরের জন্য বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং নিরাপত্তা যাচাই করতে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। বাংলাদেশ পরিদর্শন শেষে ৩ ডিসেম্বর তারা ফিরে যাবেন।
নিজামউদ্দিন বলেছেন, ‘জানুয়ারিতে আমাদের যে সিরিজটি হওয়ার কথা রয়েছে সেটিকে সামনে রেখে তারা আসবেন আমাদের করোনা পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পনা এবং নিরাপত্তা দেখতে।’ আগামী বছরের জানুয়ারিতে সেরা দল নিয়েই বাংলাদেশ সফরে আসতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট। বাংলাদেশ সফর ক্যারিবীয়দের জন্য সহজ হবে না বলেও মত তাঁর।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, ‘আমি আশ্বস্ত করতে চাই যে, আমরা বাংলাদেশসহ যে কোনো সফরে সেরা দল পাঠাব। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশ সফর সব সময়ই একটি চ্যালেঞ্জিং সফর; কারণ এটি এমন একটি পরিবেশ যা আমাদের নিজস্ব অবস্থা থেকে খুব আলাদা। তবে আমরা সব সময়ই বাংলাদেশে ভালো করেছি। আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের বিপক্ষে খেলা উপভোগ করে। এ মুহূর্তে আমরা মোটামুটি সমান ম্যাচ খেলছি এবং ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে এটি সব সময়ই ভালো সিরিজ।’
আইসিসির ভবিষ্যৎ অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের টেস্ট সিরিজ, সমান ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
- কালিয়াকৈরে লামিয়ার নৃশংস হত্যার কারণ অজানা উদ্ধার হয়নি লুন্ঠিত গহনা, মানবন্ধনে দ্রুত বিচার দাবী
- চোখের জলে বাদল রায়কে বিদায় জানালো ক্রীড়াঙ্গন