উলংগ সিগ্রেটের শেষাংশঃ শাকিল কায়সার
উলংগ সিগ্রেটের শেষাংশ
শাকিল কায়সার
তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক এসেছে,
আমি উলংগ সিগ্রেট নিয়ে,
আলোকবর্ষে দাড়িয়ে।
শত শত বুলেটের অবাধ্য আগমন,
সমূখে নিশ্চিত মৃত্যু।
অদ্যাপি মৃত নগরীতে আমার পথচলা।
শত সহস্র শবের আত্নার বিভৎস চিৎকার,
অার অপমৃতদের বিক্ষোভ অায়োজন।
পৃথিবীতে আজ অণুজীবের রাজত্ব,
বিরামহীন যুদ্ধে……
সর্ববৃহৎ প্রানীগুলো আজ সর্বশান্ত।
এখন আর,
গোরস্তানে অবাধ্য আত্নারা জোট বাঁধে না,
শশ্মানে নেই কোনো সিগ্রেট বাহিনী।
মাঠ, ঘাট আর প্রান্তর জুড়ে,
চলছে মৃত্যুর মিছিল।
মর্ত্ত্যবাসী আজ ব্যর্থ,
ওখানে এখন নরকীদের পদচারনা,
আর স্বর্গবাসীর গগন বিদীর্ন চিৎকার।
কত খুন, কত সংঘাত,
কত কর্তন আর কত ধর্ষনে ওরা দিগ্বিজয়ী।
মূমুর্ষু পৃথিবীতে নিরুপায় প্রানীগুলো আজ,
অসীমের পানে তাঁকিয়ে আছে।
কোনো এক ধুমকেতুর খুঁজে,
ওরা আজ মরিয়া।
ওরা আহ্নিক গতি
আর বার্ষিকগতির তফাৎ ভুলে গিয়েছে।
ওদের সৃষ্ট প্রযুক্তি আজ ওদের অভিশাপ।
আমিও ওদের সহচারী,
আমিও ঘুনেধরা ভ্রান্ত পথের পান্থ।
আমার ইচ্ছে জাগে,
নতুন সূর্যোদয়ের,
মহাকালকে প্রতিহত করতে,
ধুমকেতু হয়ে
অন্য পৃথিবীতে…………
শত শত শব আর আত্নার মাঝে,
নিকোটিন পিপাসু আমি।
মহাপ্রলয়ের শেষরাত,
কাল দীর্ঘায়নের পথে
মহাকালের আহবান………
অসীমের পথে আমি,
সাথে একমুঠো ভালোবাসা……..
আর একখন্ড উলংগ সিগ্রেটের শেষাংশ।
- দুচোখে বড় হবার হাজারো স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মালার জীবনের বাস্তব গল্প
- ২য় ম্যাচে ইউক্রেনের বিপক্ষে বড় জয় পেয়েছে স্পেন, জার্মানির আবারও ড্র